ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবুজ খেলার মাঠ দেয়ার ওয়াদা আনিস-খোকনের

প্রকাশিত: ০৬:১৬, ১৭ এপ্রিল ২০১৫

সবুজ খেলার মাঠ দেয়ার ওয়াদা আনিস-খোকনের

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হক নিজেদের প্রার্থিতা উন্মোচন ও ক্রীড়াঙ্গনের বিদ্যমান সমস্যা ও জটিলতা দূর করার ওয়াদা করেছেন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সম্মিলিত ক্রীড়া পরিবারের এক পরিচিতি সভায় এই দুই মেয়র প্রার্থী স্বীকার করলেন মুখরিত ও বর্ণিল ক্রীড়াঙ্গন ছাড়া সমাজ সুন্দর হয় না। তাই নির্বাচিত হলে তারা ক্রীড়াবান্ধব ঢাকার নতুন দিগন্ত উন্মোচিত করবেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি। সুন্দর-সবুজ খেলার মাঠের মাধ্যমে সমাজের নানা সমস্যা থেকে যুবসমাজ ও তারুণ্যকে দূরে রাখার প্রত্যয় ব্যক্ত করে খোকন বলেন, ‘আমি দেখেছি খেলার মাঠ বেদখল হয়ে যাচ্ছে। পড়ে রয়েছে ব্যবহারের অনুপযোগী হয়ে। সেই খেলার মাঠকে সবুজে ভরে দিতে সবার সহযোগিতা চাই। মেয়র নির্বাচিত হলে ক্রীড়াঙ্গনের সমস্যা দূর করার জন্য প্রাণান্ত চেষ্টা করব।’ আনিসুল হক বলেন, ‘মেয়র হব- এমন স্বপ্ন কখনও দেখিনি। কিন্তু আমার চরিত্র হচ্ছে আমি যা করি সততা, নিশ্চয়তা ও নির্ভরযোগ্যতা দিয়ে করি। আমি ক্রীড়াঙ্গনের সবার কাছে ভোট চাই। যাতে সব সমস্যা নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দূর করতে পারি।’ সভায় নতুন কিছু দাবি পেশ করে ক্রীড়া পরিবার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সিটি কর্পোরেশনের বিভিন্ন মাঠ খেলার উপযোগী করে সংস্কার করা, সিটি কর্পোরেশনের ক্রীড়া উইং খোলা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবগুলোকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া, সিটি কর্পোরেশনে নারী ও শিশুদের খেলাধুলায় আনার উদ্যোগ নেয়া ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। এ সময় উভয় প্রার্থী এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সরকার দলীয় নির্বাচক সমন্বয়ক সাবেক মন্ত্রী আব্দুল রাজ্জাক, সংসদে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল, প্রখ্যাত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ক্রীড়া সংগঠক বাদল রায়, আসাদুজ্জামান কোহিনুর, আব্দুর রহিম, আশিকুর রহমান মিকু, রাফিয়া আক্তার ডলি, কামরুন্নাহার ডানা, সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ, ইলিয়াস হোসেন, আশরাফ উদ্দীন আহমেদ চুন্নু, সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক সিলেট সিটি কর্পোরেশন মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান।
×