ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় জেলে জলসীমা লঙ্ঘন করলেই গুলি ॥ হুঁশিয়ারি শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৪:১১, ৮ মার্চ ২০১৫

ভারতীয় জেলে জলসীমা  লঙ্ঘন করলেই গুলি ॥  হুঁশিয়ারি শ্রীলঙ্কার

ভারতীয় মৎস্যজীবীরা জলসীমা লঙ্ঘন করলে তাদের গুলি করে মারা হবে। নিজেদের এলাকায় মাছ ধরার পরামর্শ দিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একটি তামিল নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার রাতে সাক্ষাতকারটি প্রচারিত হয়। খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়া। সমুদ্রে মাছ আহরণ নিয়ে বিরোধ নিরসনে উভয় দেশের মৎস্যজীবীদের আলোচনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রীলঙ্কা সফরের আগে বিক্রমাসিংহের কাছ থেকে এমন কড়া হুঁশিয়ারি এলো। বিক্রমাসিংহের এই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হুমকির বদলে পাল্টা হুমকি না দিয়ে মৎস্যজীবীদের বিষয়টিকে ‘স্পর্শকাতর’ আখ্যা দেয়া হয়েছে ভারতের তরফে। আসন্ন শ্রীলঙ্কা সফরে বিষয়টি নিয়ে সে দেশের সঙ্গে কথা বলা হবে বলেও জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই মুহূর্তে রয়েছেন শ্রীলঙ্কায়। প্রধানমন্ত্রীর সফরের আগে দু’দিনের সফরে সেখানে গিয়েছেন তিনি। ওই সাক্ষাতকারে বিক্রমাসিংহে বলেছেন, কেউ যদি আমার বাড়িতে বেআইনিভাবে ঢোকার চেষ্টা করে, তবে তাকে বাধা দেয়ার অধিকার আমার আছে। তাকে গুলি করে মারলে সেটা নিশ্চয়ই মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়বে না।
×