লুপ্ত প্রায় রামায়ন গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন মাগুরার শিল্পীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই গান অনুষ্ঠিত হয়। প্রতিটি দলে ৬ থেকে ৭ জন সদস্য থাকেন। দলনেতা গান পরিবেশন করেন। একজন হারমনিয়াম, দুজন খোল এবং একজন করতাল বাজিয়ে থাকেন। শিল্পীরা রামায়ণের কাহিনী গানের মাধ্যমে পরিবেশন করেন।
-সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে