ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও দু’জন। বিজিবি এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, নিহত শ্যামল চন্দ্র বাদ্যকার (৩২) গরু ব্যবসায়ীর সহযোগী (রাখাল) হিসেবে কাজ করত। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাটিয়াটারিপাড়ার বাসিন্দা জগত চন্দ্র বাদ্যকারের পুত্র। আহত ব্যক্তিরা হলেন একই পাড়ার কমলা কান্ত রায়ের পুত্র মানিক রায় (৩৪) এবং মৃত দেবেন বাদ্যকারের পুত্র বাদল চন্দ্র বাদ্যকার (৩২)। শুক্রবার ভোরে ভারতীয় গরু সীমান্ত পারাপারের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। বিজিবি’র শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার শহিদুজ্জামান জানান, খালিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৪-র সাব-পিলার এস ৭-এর কাছ দিয়ে বাংলাদেশের প্রায় ১৫ জনের একটি গরু ব্যবসায়ীর সহযোগীর দল ভারতের কিষামত করলা এলাকা দিয়ে ৩৫/৪০ টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ১২৪ ব্যাটালিয়ন কিষামত করলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে পর পর কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় পলায়নরত অবস্থায় শ্যামল ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্তে এসে মারা যান। বিজিবি নিহতের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে। তবে গুলিবিদ্ধ আহত দু’জন পলাতক থাকায় তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
×