ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল মেলা

প্রকাশিত: ০৬:৩০, ৩০ জানুয়ারি ২০১৫

ডিজিটাল মেলা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৯ জানুয়ারি ॥ বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এ মেলা শুরু হয়। বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু, জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন। শিক্ষা নিয়ে মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের উপজেলা কমপ্লেক্স মাঠে বৃহ¯পতির মানসম্মত শিক্ষা ও চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিম হয়েছে। এতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন। এতে প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। উপেজলা চেয়ারম্যান আনিস-উজ-জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মেজর মোঃ রেজাউল করিম, ইউএও সারাবান তাহুরা, মেহেরুন্নেসা নাজমা, জামাল হোসেন, এমএ কাদের, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। অবরোধ ॥ উৎকণ্ঠায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন এসএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের আট জেলার শিক্ষার্থীরা হতাশার কবলে পড়েছে। লাগাতার অবরোধ এবং আঞ্চলিক হরতালের কারণে তারা সময় মতো পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা তা নিয়ে তাদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পরীক্ষার প্রস্তুতিও শিক্ষার্থীরা ঠিকমতো গ্রহণ করতে পারছে না। পরীক্ষার সময় যতই ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা বাড়ছে। সূত্রমতে দেশজুড়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এর মধ্যে সর্বউত্তরের আট জেলা নিয়ে গঠিত দিনাজপুর বোর্ডের অধীনে এবার সপ্তম পর্যায়ে ২৩৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের পক্ষে পরীক্ষায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হলেও লাগাতার চলমান অবরোধ ও বিক্ষিপ্তভাবে আঞ্চলিক হরতালের কারণে সময় মতো পরীক্ষার রুটিন পালন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হবিগঞ্জে তিন যুবককে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ সাউন্ড সিস্টেম যন্ত্রপাতি ভাড়া নেয়া সংক্রান্ত সৃষ্ট জটিলতার জের ধরে বুধবার মধ্যরাতে হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় ৩ যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলো, সত্যজিত দাশ রনি, রিপন শুক্ল বৈদ্য ও দীপাকর দাশ দ্বিপ। মাথায় জখম প্রাপ্ত গুরুতর আহত রিপন শুক্ল বৈদ্যকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দু’জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, গেল সরস্বতী পূজাতে ব্যবহারের জন্য সাউন্ড সিস্টেম যন্ত্রপাতি ভাড়া নিয়ে শহরের ঘাটিয়া এলাকার ব্যবসায়ী সত্যজিত দাশ রনির সঙ্গে একই এলাকার রঞ্জিত দাশ ও পান্নার কথা কাটাকাটি হয়।
×