ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ নিহত

প্রকাশিত: ০৪:৪২, ১২ নভেম্বর ২০১৪

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী মোশাররফ হোসেন (৩২)। সে ছিল সন্দ্বীপের ত্রাস মোশাররফ বাহিনীর প্রধান। তার বাড়ির পাশে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেশী-বিদেশী ২০টি আগ্নেয়াস্ত্র ও ৫৪ রাউন্ড গুলি। র‌্যাব সূত্রে জানানো হয়, অভিযানে গ্রেফতার করা হয় মোশাররফের আরও ৫ সহযোগীকে। র‌্যাব সদস্য সোমবার সকালে প্রথমে মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় প্রবেশ করে। পরবর্তী সময় আরও দুটি গ্রুপ অভিযানে অংশ নেয়। র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ জানান, মোশাররফ ছিল সন্দ্বীপের কুখ্যাত জলদস্যু ও ১৯ মামলার আসামি। অভিযানে ৫ সহযোগীসহ সে র‌্যাবের হাতে ধরা পড়ে। আটকের পর জানা যায় যে, বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে তার একটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে। তাকে নিয়ে জঙ্গল বাড়িতে পৌঁছামাত্রই র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে কারখানায় থাকা মোশাররফের সহযোগীরা। র‌্যাবও তখন পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে প্রায় দশ মিনিট গুলি বিনিময়ের পর মোশাররফ পালিয়ে যাবার চেষ্টা করলে সহযোগীদের গুলিতে নিহত হয়। পুলিশ সেখান থেকে উদ্ধার করে দেশী-বিদেশী ২০টি অস্ত্র, ৪৯ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। যে সকল অস্ত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছেÑএকটি বিদেশী পিস্তল, ২টি একনলা রাইফেল, ১৪টি একনলা দেশী ও বিদেশী রাইফেল, ৬টি থ্রি কোয়াটার গান, ৬টি ওয়ান শ্যূটার রাইফেল ও একটি পাইপগান। গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান সাকিল (২০), মোঃ দিলদার (২২), ইয়াসিন আরাফাত (১৯), মোঃ শাহীন ও মোঃ ইসলাম ওরফে হেলাল।
×