ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএসের বিরুদ্ধে লড়াই কোবানির পথে ইরাকী কুর্দি বাহিনী

প্রকাশিত: ০৫:২৩, ৩০ অক্টোবর ২০১৪

আইএসের বিরুদ্ধে লড়াই কোবানির পথে ইরাকী কুর্দি বাহিনী

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় কুর্দি যোদ্ধাদের সহায়তার জন্য ইরাকী কুর্দি বাহিনী পেশমার্গ যোদ্ধারা কোবানির উদ্দেশে রওনা হয়েছেন। উত্তর ইরাকের কুর্দি অঞ্চল থেকে মঙ্গলবার পেশমার্গ বাহিনীর অস্ত্রশস্ত্রসহ একটি বহর যাত্রা শুরু করেছে, এমন একটি ফুটেজ কুর্দি একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে। খবর বিবিসি ও ওয়েবসাইটের। ইরাকী কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির জ্যেষ্ঠ নেতা হেমিন হাওরামি তার ট্যুইটার এ্যাকাউন্টে জানিয়েছেন, পেশমার্গ যোদ্ধারা উত্তর ইরাকের আর্বিল বিমানবন্দর থেকে তুরস্কে যাবে, সেখান থেকে তারা সীমান্ত অতিক্রম করে কোবানির দিকে যাত্রা করবে। পরে সিরীয় কুর্দিস ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) দ্বিতীয় শীর্ষ নেতা সালেহ মোসলেম বলেছেন, পেশমার্গ বাহিনীর ১৫০ জন যোদ্ধা ইরাক থেকে তুরস্কে পৌঁছেছেন। একমাসেরও বেশি সময় ধরে সিরীয় সীমান্ত শহর কোবানির কুর্দি যোদ্ধারা আইএস জঙ্গীদের প্রতিরোধ করে রেখেছে।
×