
ঐতিহাসিক 'জুলাই শহীদ' দিবস ও গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে ব্যতিক্রমধর্মী এক মানবিক কর্মসূচি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরে অবস্থিত সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শহীদদের স্মরণে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি।
এই কর্মসূচির মাধ্যমে এনসিপি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি সমাজের সবচেয়ে অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সেই আত্মত্যাগের চেতনাকে মানবিকতায় রূপ দেওয়ার প্রয়াস চালিয়েছে। এনসিপির নেতারা জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কেবল স্মৃতিফলক বা ফুলেল শ্রদ্ধায় সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রয়োজন বাস্তব জীবনমুখী উদ্যোগ, যাতে সমাজের উপেক্ষিত মানুষগুলো উপকৃত হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। তাঁর সঙ্গে ছিলেন জেলার সংগঠক শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, সুবোধ চাকমা, উজ্জ্বল দেওয়ান, নিরপম চাকমা, শাহাদত হোসেন, সোহেল ত্রিপুরা, নুসরাত, রাকিবসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শহীদদের আদর্শ অনুসরণ করতে হলে আমাদেরকে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে। এই শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই শহীদদের চেতনার বাস্তব প্রতিফলন।” তারা আরও বলেন, শহীদরা যে ত্যাগ করেছেন, বর্তমান সমাজ গঠনে তা আমাদের প্রেরণা।
সরকারি শিশু সদনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা এনসিপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠানে শিশুরাও নিজেদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
এই কর্মসূচির মাধ্যমে এনসিপি প্রমাণ করেছে, পরিবারের বাইরেও ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায় এবং দায়িত্ববোধ থেকে সমাজের প্রতিটি শিশুর পাশে দাঁড়ানো সম্ভব।
আফরোজা