ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

চরফ্যাশনের জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

নুরুল্লাহ ভূঁইয়া, চরফ্যাশন, ভোলা

প্রকাশিত: ২৩:২৪, ৫ আগস্ট ২০২৫

চরফ্যাশনের জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সন্ধ্যায় দুলার হাট বাজারে র‍্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

র‍্যালি–পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমরা রাজপথে নেমে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া দুঃসময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন। তারা আরও বলেন, আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়াকে চরফ্যাশন–মনপুরায় বিএনপির অভিভাবক হিসেবে পাওয়ার প্রত্যাশা করে তৃণমূলের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালি, সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শ' নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আফরোজা

×