ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ফেনীতে গণঅভ্যুত্থান দিবস-২৫ পালিত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ২৩:১৩, ৫ আগস্ট ২০২৫

ফেনীতে গণঅভ্যুত্থান দিবস-২৫ পালিত

ফেনীতে ‘গণঅভ্যুত্থান দিবস-২৫’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

২০২৪ সালের ৪ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে শহীদ সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর এলাকার শহীদ ওয়াকিল আহম্মদ শিহাবের কবরে ফুলেল শ্রদ্ধা জানান ফেনী জেলা প্রশাসনের কর্মকর্তারা। শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আরও আয়োজন করা হয় দোয়া ও প্রার্থনার। জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কবরস্থানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, সিভিল সার্জন জনাব রুবাইয়াত বিন করিম, উপসচিব ও স্থানীয় সরকারের উপপরিচালক এবং ফেনী পৌরসভার প্রশাসক জনাব গোলাম মো. বাতেন। শহীদদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারবৃন্দ।

সকালে শহীদ পরিবারের সদস্য ও ‘জুলাই যোদ্ধা’দের সংবর্ধনা এবং মিলনমেলা অনুষ্ঠিত হয় ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বাদ জোহর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিকেলে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের কণ্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

মিমিয়া

×