
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজের শিশুকন্যাকে বিষপান করিয়ে এক মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং তার কন্যা শিশু মিতু আক্তার (২)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে চরলক্ষী গ্রামের আবদুল করিমের ছেলে মাহফুজ আলমের সঙ্গে তাসলিমার বড়বোন সাবিনা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি বড়বোন সাবিনার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এক মাস ধরে তাদের মধ্যে তীব্র ঝগড়া চলছিল। পরকীয়া থেকে সরে আসতে পারিবারিকভাবে বারবার নিষেধ করার পরও বড়বোন তা শোনেনি। মঙ্গলবার এ নিয়ে আবারও ঝগড়া হয়। তাসলিমা বেগম এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বসতঘরের পাশে একটি ধানক্ষেতে গিয়ে নিজের দুই বছর বয়সী মেয়ে মিতুকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। টের পেয়ে স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সাহাবুদ্দিন মাঝি এই ঘটনার জন্য সাবিনা আক্তারকে দায়ী করে তার বিচার দাবি করেছেন। তবে অভিযুক্ত সাবিনা কোনো মন্তব্য করতে রাজি হননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, বিষক্রিয়ায় মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুমু ২