
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তাঁতীদলের সভাপতি জাহেদ খাঁনকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা তাঁতীদল।
অব্যাহতির কারণ হিসেবে জানা গেছে, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচারের মাধ্যমে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকালে হাতিয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. টুটুল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. টুটুল উদ্দিন বলেন, “জাহেদ খাঁনকে এর আগে সতর্ক করা হয়েছিল। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিলেও একই ধরনের কাজ বারবার করেছেন। তাই তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।”
লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার, হয়রানি এবং মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন চর ঈশ্বর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাহেদ খাঁন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল নেতা রিয়াজ মাহমুদ একজন দক্ষ ছাত্রনেতা হলেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং একাধিকবার হামলা ও মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে জাহেদ খাঁনের মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, হাতিয়া উপজেলা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে বহিষ্কৃত চর ঈশ্বর ইউনিয়ন সভাপতি জাহেদ খাঁনের কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। তাঁতীদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জাহেদ খাঁনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে হাতিয়া উপজেলা তাঁতীদল।
মিমিয়া