ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে ভারী বর্ষণে ৯ শতাধিক মৎস্য ঘেরসহ কৃষিতে ক্ষতি

বাবুল সরদার, বাগেরহাট

প্রকাশিত: ২২:৩৭, ১১ জুলাই ২০২৫

বাগেরহাটে ভারী বর্ষণে ৯ শতাধিক মৎস্য ঘেরসহ কৃষিতে ক্ষতি

বাগেরহাটে টানা ভারী বর্ষণে ৯ শতাধিক মৎস্য ঘেরসহ কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। জেলার বিভিন্ন উপজেলায় সরকারী-বেসরকারী ভবন, ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বীজতলা, সবজি ক্ষেতসহ বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের। শুধুমাত্র ৯ শতাধিক মৎস্য ঘের ও পুকুর প্লাবিত হয়ে অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে। ফলে চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানাযায়, এবরের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা জেলার মোংলা, রামপাল, চিতলমারী, ফকিরহাট, বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ উপজেলার চাষীদের দাবি কমপক্ষে ৩ কোটি টাকার মাছ ভেসে গেছে অতি জোয়ার ও লাগাতার প্রবল বৃষ্টিতে। 
ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকার সবুজ রায় বলেন, বৃষ্টির পানিতে ঘের ডুবে একাকার হয়ে গেছে। ঘেরের পাড়ের উপর হাটু পানি। নেট, কচুরিপানা ও ঘাষ দিয়ে মাছ ভেসে যাওয়া ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু কতদূর আছে জানিনা।
চিতলমারীর সালাম নামের আরেক চাষী বলেন, এখন আসলে মাছ ধরার সময় আমাদের। কিন্তু হঠাৎ দূর্যোগ আমাদের পথে বসিয়ে গেল। আমার ৩টি ঘেরের প্রায় ১০ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। ঘেরের পাড়ের সবজি গাছও মরে যাবে পানি টানার সাথে সাথে।
মোরেলগঞ্জ উপজেলার চাষি রফিকুল ইসলাম বলেন, আমি ৭ বিঘা জমিতে রুই, কাতলা, পাঙাস ও তেলাপিয়া মাছের চাষ করেছিলাম। কয়েক দিনের মধ্যে বিক্রি করার কথা ছিল। কিন্তু হঠাৎ পানি বেড়ে সব ভেসে গেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় মৎস্যচাষিরা জানান, হঠাৎ করেই পানি বাড়তে শুরু করে। মাত্র এক রাতেই ঘেরগুলো ডুবে যায়। মাছ বের করে নেওয়ার কোনো সুযোগই পাওয়া যায়নি। এ অবস্থায় অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহার হোসেন বলেন, টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে আমনের বীজতলা ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।’
জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ জানান, বাগেরহাট সদরসহ উপকূলীয় তিন উপজেলায় ৯১৫টি চিংড়ি ঘের, ১৭৭টি পুকুর প্লাবিত হয়ে ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।

Jahan

আরো পড়ুন  

×