
ছবি: সংগৃহীত
নোয়াখালীর চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২নং আসামি পলাতক শিপন চন্দ্র দেবনাথকে (৪২) কুমিল্লার কোতয়ালী থানাধীন কালিকাপুর এলাকা থেকে আটক করেছে র্যাব। শুক্রবার (১১ জুলাই) দুপুরে র্যাব-১১, (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী এবং সিপিসি-২ কুমিল্লা যৌথ অভিযানে শিপনকে আটক করে চাটখিল থানায় হস্তান্তর করেছে।
র্যাব সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত ৩০ মে দুপুরে চাটখিলের বদলকোট এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে শিপনসহ আসামিরা ভুক্তভোগী বৃদ্ধ কৃষ্ণ ধন দেবনাথকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। শোরগোল শুনে তার ছেলে রাজীব দেবনাথ এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় চিকিৎসক কৃষ্ণ ধনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে রাজীব দেবনাথ বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি শিপন দেবনাথ পলাতক ছিলেন।
র্যাবের একাধিক গোয়েন্দা টিমের নজরদারির মাধ্যমে শুক্রবার সকালে কুমিল্লার কালিকাপুরে অভিযান চালিয়ে শিপনকে আটক করা হয়।
আসাদুল্লাহ গালিব রুবেল/রাকিব