
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের পটিয়ায় শামশেদ হিরু (৪৪) নামের এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ দেহ উদ্ধার করা হয়েছে। পটিয়া উপজেলার শোভনদন্ডী রশিদাবাদ ১নং ওয়ার্ডের মেম্বার। তার পিতার নাম আবদুস শুক্কুর। শুক্রবার সকাল ৮টায় পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, ইউপি সদস্য হিরু প্রতিদিনের মত রাতে ভাত খেয়ে বৃহস্পতিবার রাতে ঘুমাতে যায়। রাত দেড়টার দিকে ঘুমের ঘর থেকে বের হয়ে যায়। গভীর রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠলে ডেইরি রুমে লাইট জ্বলতে দেখে। পরে ডেইরি ঘরের একটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হিরুর মরদেহ দেখতে পান সদস্যরা। পরে তার ভাই মাসুদুল ইসলাম মাসুদ বিষয়টি তাৎক্ষণিকভাবে পটিয়া থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎ যশ চাকমা জানান,আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।
সাব্বির