ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

স্ত্রীকে ১১ টুকরো করে খুন, গ্রিল ভেঙে পালাল স্বামী

প্রকাশিত: ২০:০৫, ১০ জুলাই ২০২৫

স্ত্রীকে ১১ টুকরো করে খুন, গ্রিল ভেঙে পালাল স্বামী

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে মরদেহ বাসার বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে স্বামী। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে পালিয়েছে অভিযুক্ত ঘাতক।

জানা গেছে, দেড় মাস আগে সুমন ও তার স্ত্রী ফাতেমা ওই এলাকার এজেন্ট টাওয়ারের দশম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। দম্পতির আট বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে, যাকে ঘটনার আগেই আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

বাড়ির কেয়ারটেকার ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে এবং স্বাভাবিক নড়াচড়ার শব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে কেয়ারটেকারসহ কয়েকজন বাসায় গিয়ে খোঁজাখুঁজি করলে, ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে ফাতেমার শরীরের খণ্ডিত অংশগুলো উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ১১টি খণ্ড উদ্ধার করে। এ সময় দেখা যায়, অভিযুক্ত সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পেশায় গাড়িচালক সুমনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=RiMrdLOSJ4I

সায়মা ইসলাম

×