ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রাঙ্গুনিয়ায় প্রবাস ফেরত একব্যক্তিকে গুলি করে হত্যা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:১২, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১৬, ১০ জুলাই ২০২৫

রাঙ্গুনিয়ায় প্রবাস ফেরত একব্যক্তিকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুহাম্মদ রাসেল(২৫) নামের এক প্রবাস ফেরতকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. রাসেল (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। তাকে মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়।

এদিকে এঘটনার পর একাকার সাধারণ জনমনে আতংক বিরাজমান রয়েছে। 

 এব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Jahan

×