
ছবি: সংগৃহীত
সপ্তাহজুড়ে অবিরাম বর্ষণে উপজেলার উত্তরাঞ্চল নারায়ণহাটের হালদা পয়েন্টে পানি ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওখানে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে গেছে।
নাজিরহাট পৌরসভার কুমারপাড়া এলাকার হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে যেকোনো সময় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি আরও বাড়তে শুরু করেছে। কুমারপাড়া সংলগ্ন হালদা নদীর বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বছর খানেক আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও এখনো এর কোনো সংস্কার হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি পেলে ভাঙন সৃষ্টির মাধ্যমে পানি লোকালয়ে ঢুকে পড়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, "বাঁধের অবস্থা খুবই দুর্বল। আমরা বারবার বলেছি যেন মেরামত করা হয়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন ভয় হচ্ছে পানি বাড়লে ভাঙন শুরু হবে।"
স্থানীয় বাসিন্দারা দ্রুত বাঁধ মেরামতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, "নদীর পানি যেভাবে বাড়ছে, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।"
এদিকে, নাজিরহাট স্লুইস গেট (হাটহাজারী অংশে) নষ্ট হয়ে যাওয়ায় এ স্লুইসগেট দিয়ে হালদা থেকে মন্দাকিনীতে পানি ঢুকছে, এতে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, "আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। আপাতত নতুন কোনো প্রকল্প নেওয়ার সুযোগ না থাকলেও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন।"
শহীদ