
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একটি গরু পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম নিয়েছে।
মঙ্গলবার দুপুরে (৮ জুলাই) উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের খামারী মো. শাহিন মিয়ার একটি গৃহপালিত গরু বাছুরটির জন্ম দেয়।খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় বিভিন্ন বয়সের মানুষ বাছুরটিকে দেখার জন্ম ভিড় জমায়।
গরুর মালিক শাহিন মিয়া জানান, আমার একটি গাভী ৫ পা বিশিষ্ট্য বাছুর জন্ম দেয়। এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা এখন বিশেষ যত্ন নিচ্ছি।
সদ্য জন্ম নেয়া বাছুরটি ৫টি পা রয়েছে। চারটি পা ঠিক থাকলেও ঘাড়ের উপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। এবং পিছনে রয়েছে দুইটি পা, তিন পায়ের উপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।
এলাকারস্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন জানান, গরুর পাঁচ পা হয় এটা কখনো আগে দেখি নাই।
রাজু