
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় অবৈধ একটি গ্যাস ফিলিং কারখানার সন্ধান মিলেছে। অবৈধভাবে মজুদ করা এ কারখানা থেকে ৫১২টি গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) ভোররাতে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ার একটি কারখানা থেকে সেনাবাহিনীর পটিয়ার টিম অভিযান চালায়। তবে কাউকে গ্রেফতার করতে না পারলেও অবৈধ গ্যাস ফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় থানা পুলিশও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিতে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করেন। সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল জব্দ করে।
অভিযানের সময় পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। গ্যাসের সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিং করার হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। কারখানার মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছে।
পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এসময় থানা পুলিশও উপস্থিত ছিলেন।
বিকাশ চৌধুরী/রাকিব