ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১০:৪৮, ৯ জুলাই ২০২৫

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছবি: জনকণ্ঠ

বাগেরহাটের বন্দর ও পর্যটন নগরী মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে মানববন্ধন শেষে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। আজ দুপুরের দিকে মোংলা পৌরসভা চত্বরে ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি নুর আলম শেখ। বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাবিব, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আ. কাদের প্রমুখ।


বক্তারা বলেন, সমুদ্রবন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, শিল্পাঞ্চল ও সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেলসংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। অথচ মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেলযোগাযোগ নেই। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে দুটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

সাব্বির

×