
নরসিংদীর পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তারকৃত ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। নরসিংদী জেলা যুবদলের সহ-দপ্তার সম্পাদক নাজমুল ইসলাম সুমন ৭ জুলাই স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থি কাজে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলা পলাশ উপজেলা ডাংঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হলো।”
“নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
তবে বহিস্কার সম্পর্কে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান বহিস্কার বিষয়ে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।
এব্যাপারে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, মনির উজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে একটি মামলা হয়েছে, ওই মামলায় সে জেলহাজতে আছে। যা মিডিয়ায় প্রচারিত হলে, কেন্দ্রের নির্দেশনায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে, গত ৩ জুলাই দুপুরে ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সভাপতি মনির উজ্জামানের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নদী পথে দুটি ট্রলারে এসে কারখানার ভিতরে গিয়ে ৬ টি কক্ষে ব্যাপক ভাংচুর করে এবং মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এসময় কারখানার ৭ জন শ্রমিক আহত হন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ যুবদল নেতা মনির উজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে পলাশ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পলাশ থানা পুলিশ গত ৫ জুন রাতে তাকে গ্রেপ্তার করেন। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা—ভাংচুর ও লুটপাটের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী মনির উজ্জামানসহ ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫/৬ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি মনিরুজ্জামানকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় নরসিংদী সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
রাজু