
ছবিঃ সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্রদের পিটানোর ইস্যু নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার আরো দুই এসআই ও এক এএসআইকে বদলী করা হয়েছে। তিনজনের মধ্যে এসআই মো: কামরুজ্জামান, এসআই অনিক ভক্তকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় এবং এএসআই মো: মুশফিককে চট্টগ্রামের লোহাগাড়া থানায় বদলী করা হয়েছে। এর আগে পটিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল ওসি জায়েদ নূরকে। তাছাড়া এসআই মো: আসাদকে মিরসরাই থানায় বদলী করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে আসাদের বদলী হলেও ওই বদলী ঠেকানো হয়েছিল।
গত বুধবার রাতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপংকর তালুকদারকে বৈষম্য বিরোধী ছাত্ররা আটক করে পুলিশে সোপর্দ করতে গেলে পটিয়া থানার ওসি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। ওইদিন রাতেই ওসি জায়েদ নূরের নির্দেশে ছাত্রদের উপর দুই দফায় লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকীসহ ১৫ জন আহত হন। ঘটনার পরের দিন সকালে থানা ঘেরাও এবং চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক অবরোধ করা হয়। দীর্ঘ ৮ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। ছাত্রদের একটাই দাবি ছিল পটিয়া থানার ওসি জায়েদ নূর, এসআই মো: আসাদ ও এএসপি (পটিয়া) আরিফুল ইসলামকে প্রত্যাহার করা। ইতোমধ্যে ওসি প্রত্যাহার, তিন এসআই ও একজন এএসআইকে বদলী করা হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, নতুন করে দুইজন এসআই ও একজন এএসআই বদলী হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ ধরনের কোনো কাগজপত্র তিনি পাননি।
তবে বদলী হওয়া একজন এসআই বদলীর বিষয়টি প্রতিবেদককে স্বীকার করেছেন।
মারিয়া