
ছবি: জনকণ্ঠ
জয়পুরহাটের আক্কেলপুরে সন্ত্রাসী মানিক ওরফে চাকু মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের সহকারী উপপরির্দশক (এএসআই) রশিদুল ইসলাম আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। গ্রেপ্তারের সময় মানিকের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক ওরফে চাকু মানিক আক্কেলপুর পৌরশহরের সাখিদার পাড়ার মন্টু মিয়ার ছেলে। মানিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী চাকু মানিক কারাগারে ছিলেন। তিনি কয়েক দিন আগে জামিনে বেড়িয়ে আসেন। সোমবার সন্ধ্যায় মানিক চাকু নিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম সন্ত্রাসীকে মানিককে ধরতে আসেন। তাঁরা দুজন উপজেলা পরিষদের সামনে থেকে মানিক ধরে হাতকড়া লাগান। এসময় তাঁদের কাছে মানিক ছুটে পালানোর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে থানায় নিয়ে আসা হয়। এরপর এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার বলেন, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত আটটার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আক্কেনপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মানিক একজন এলাকার ভয়ঙ্কর সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিন মুক্তি পেয়ে এলাকায় এসে ঘোরাঘুরি করছিলেন। সোমবার সন্ধ্যায় দুটি চাকুসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সায়মা ইসলাম