
ছবি: সংগৃহীত।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, দোহাজারী সপ্রাবি প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, মাসুমিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সুপার মাওলানা মঈনুদ্দিন কাদেরি, আফজল সপ্রাবি সহকারী শিক্ষক রুপক কান্তি ঘোষ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. শাহেদ প্রমূখ।
পৌরসভার সুত্রে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া গাছের চারাগুলোর মধ্যে প্রাথমিকভাবে পৌর এলাকার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে ১০ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৪টি করে মোট ৫৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানেই গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া যে সকল প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে, চাহিদা থাকলে তাদেরকে আরও দেওয়া হবে।
পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা বলেন, "গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে। তাই গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণ করা। প্রতিটি শিশুকে একটি গাছ রোপণ করার জন্য এবং বড়দের কমপক্ষে তিনটি গাছ রোপণ করার জন্য অনুরোধ করেন পৌর প্রশাসক।
সায়মা ইসলাম