ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পদযাত্রার পঞ্চম দিন

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে ॥ নাহিদ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ৫ জুলাই ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে ॥ নাহিদ

বগুড়া শহরের বনানী থেকে শনিবার এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়

জুলাই অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী জুলাই পদযাত্রার পঞ্চমদিন শনিবার সকালে বগুড়ায় ও বিকেলে জয়পুরহাটে পথসভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুটি পথসভায় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা ও নতুন দেশ গঠনের কথা বলেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। 
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার। জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

শনিবার জুলাই অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রায় পঞ্চমদিনে বগুড়ার পথসভায় বক্তব্য রাখেন অন্যদের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
নাহিদ ইসলাম বলেন, যারা গণহত্যা করেছে আমরা তাদের বিচার করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হতে হবে। যে সরকারই আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রায় বগুড়া শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রা সাতমাথা গিয়ে সেখানে মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার শহরের সাতমাথায় মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখা এ পদযাত্রার আয়োজন করে।
পদযাত্রা শুরুর আগে পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে জয়পুরহাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিকেল ৫টায় জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে।

আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। জুলাই পদযাত্রার পঞ্চমদিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে শহরের সিও কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় ফিরোজ আলমগীরকে এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্যানেল হু

আরো পড়ুন  

×