ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘জুলাই সনদ’ জুলাই মাসেই ঘোষণা করতে হবে: নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:৪১, ১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৪, ১ জুলাই ২০২৫

‘জুলাই সনদ’ জুলাই মাসেই ঘোষণা করতে হবে: নুরুজ্জামান লিটন

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার পাশাপাশি সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার দাবির আলোকে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া কলেজের হলরুমে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আদর্শ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা ইউসুফ আলী মির্জা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান, পুঠিয়া পৌর সভাপতি এনামুল হক, ইউনিয়ন সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য অধ্যাপক হাবিবুর রহমান এবং অধ্যক্ষ মাসুম জুবায়ের প্রমুখ।

সভায় অন্যান্য বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মিমিয়া

×