
ছবি:সংগৃহীত
‘জুলাই ভুলে গেলে চলবে না’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের গংগাচড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পদযাত্রা’। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনতার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে পদযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি, গংগাচড়া উপজেলা শাখা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। নেতৃত্ব দেন উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. রিফাতুজ্জামান। এ সময় জেলা সমন্বয় কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, আব্দুল বারী, উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহানুল ইসলাম, তৈয়ব আলী, মো. জীবনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র সমাজের ব্যানারে দেশজুড়ে শুরু হয় গণআন্দোলন। আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্রদের দাবিকে উপেক্ষা করে দমন-পীড়নের পথ বেছে নেয়। একের পর এক মামলা, গ্রেপ্তার, হামলা, গুম ও হত্যাকাণ্ডে উত্তাল হয়ে ওঠে রাজপথ। উপজেলা থেকে রাজধানী পর্যন্ত ছড়িয়ে পড়ে ক্ষোভ আর প্রতিবাদ। পরিস্থিতির চাপে পড়ে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেলে আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটে।
শহীদদের আত্মত্যাগ ও দেশের রাজনৈতিক জাগরণ স্মরণে জাতীয় নাগরিক পার্টি ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ দেশজুড়ে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গংগাচড়াতেও অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
গংগাচড়া উপজেলা ডাকবাংলো চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা গংগাচড়া পুরাতন সোনালী ব্যাংক মোড়, প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে অংশগ্রহণকারীরা রংপুর শহরের উদ্দেশ্যে রওনা দেন।
পদযাত্রা শেষে উপজেলা প্রধান সমন্বয়কারী মো. রিফাতুজ্জামান জনকণ্ঠকে জানান, “জুলাই শুধুই একটি মাস নয়—এটি আত্মত্যাগ, গণজাগরণ ও অধিকার আদায়ের এক গৌরবময় অধ্যায়। শহীদরা যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের প্রেরণা হয়ে থাকবে। দেশ গঠনে তাদের দেখানো পথেই এগিয়ে যেতে হবে।”
মারিয়া