
ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসায় যাওয়ার পথে সাকিব আল হাসান (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ জুন) সকাল থেকে ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খুঁজেও শিক্ষার্থীকে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কিশোরের পরিবার।
জানা গেছে, উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের মন্টু প্রামাণিকের ছেলে সাকিব আল হাসান। সে রায়গঞ্জ উপজেলার কয়াবিল হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও ওইদিন আর মাদ্রাসায় পৌঁছায়নি সে। এ খবর পেয়ে তার পরিবার নিকটস্থ আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তবে কোথাও তাকে পাওয়া যায়নি।
দুইদিন ধরে ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এ ঘটনায় নিখোঁজ সাকিব আল হাসানের চাচা রিপন আলী বাদী হয়ে সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
ইমরান