ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:৩৩, ১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩৫, ১ জুলাই ২০২৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

ছবিঃ জনকণ্ঠ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বৃক্ষ রোপন শুরু হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে বৃক্ষরোপণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোছা. রুমানা আফরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দীন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম প্রমুখ।

বিকেলে রাসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলীম

×