ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত ভোলার অভ্যন্তরীণ ৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ 

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ২০:৩৩, ১ জুলাই ২০২৫

সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত ভোলার অভ্যন্তরীণ ৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ 

লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘন্টায় দ্বীপ জেলা  ভোলায় আজ মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে । সাগর উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় বিআইডব্লিউটিএ ভোলা - লক্ষীপুর সহ জেলার অভ্যন্তরীণ ৩ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ে।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার দুপুর ৩ টা পর্যন্ত জেলায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দর ট্রাফিক কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সমুদ্র উত্তাল হওয়ায়   সমুদ্র বন্দর গুলোতে ৩ নাম্বার ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তাই ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

Jahan

×