ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

স্বৈরাচার ও বিদেশি প্রভাবের অবসান ঘটেছে জুলাই মাসে

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:৩২, ১ জুলাই ২০২৫

স্বৈরাচার ও বিদেশি প্রভাবের অবসান ঘটেছে জুলাই মাসে

ছবি: জনকণ্ঠ

“জুলাই মাস শুধু একটি সরকারের পতনের নয়, এটি একটি যুগের অবসানের মাস। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের পাশাপাশি ভারতীয় আধিপত্যেরও ইতি ঘটেছে এ মাসে”এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ।

দৈনিক জনকণ্ঠকে দেওয়া একক সাক্ষাৎকারে আতাউল্লাহ বলেন, “জুলাই আমাদের জন্য একটি ঐতিহাসিক মাস। এই মাসেই বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিয়েছে, দেশকে মুক্ত করেছে বিদেশি প্রভাব ও চাপ থেকে। ভারতীয় আগ্রাসন ও দালাল রাজনীতির অবসান ঘটেছে এই মাসের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনকালে দেশের স্বাধীনতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশের ভূমি, পানি ও আকাশপথ নিয়ে ভারতের সঙ্গে করা একাধিক অসম চুক্তি প্রমাণ করেছে। এই সরকার দেশের স্বার্থের পক্ষে নয়, বরং একটি নির্ভরশীল রাষ্ট্রব্যবস্থার নির্মাতা।”

আতাউল্লাহ দাবি করেন, “এনসিপি সেই জাতীয় শক্তির প্রতিনিধিত্ব করে যারা কোনো বিদেশি প্রভুর গোলামী চায় না। আমরা চাই একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ যেখানে গণতন্ত্র থাকবে, ন্যায়বিচার থাকবে, আর থাকবে প্রকৃত স্বাধীনতা।”

শহীদ

×