ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ২০:২৮, ১ জুলাই ২০২৫

ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর এলাকা থেকে ৫ বাংলাদেশিকে আটক করেছেন।

আটকরা হলেন—
যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে কাসমীর মণ্ডল (৪০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) এবং ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মণ্ডলের ছেলে চন্দন মণ্ডল (২২)।

আটককৃতরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তারা বিজিবির হাতে আটক হন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, মহেশপুর ৫৮ বিজিবির অধীন নিমতলা ও গয়েশপুর বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ৫ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সানজানা

×