
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে নবাবগঞ্জ ও দোহার উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নবাবগঞ্জে মঙ্গলবার (১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বাগমারায় অবস্থিত নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল।
আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার (পূর্ব) জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা (পশ্চিম) জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোস্তাক আহমেদ, নবাবগঞ্জ (পূর্ব) সহকারী সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সালাম, মাওলানা কাজী মোকাররম, মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, মাওলানা নাজমুল হোসাইন প্রমূখ।
অন্যদিকে, একই সময়ে ঢাকার দোহার উপজেলা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন।
দোহার উপজেলার নায়েবে আমীর মাওলানা মো. দলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা জামায়াতের আমীর মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল ওয়াহাব দোহারী, প্রচার সম্পাদক মো. আসাদ সবুজ, দোহার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুকসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু