
নরসিংদীর রায়পুরায় উপজেলার তালিকাভুক্ত ২৪টি এতিমখানাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এই অনুদান বিতরণ করা হয়।
চেক বিতরণ উপলক্ষে রায়পুরা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
উক্ত অনুদান এতিম শিশুদের কল্যাণে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
আফরোজা