ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নরসিংদীতে জামায়াতের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

প্রকাশিত: ২০:১৩, ১ জুলাই ২০২৫; আপডেট: ২০:১৬, ১ জুলাই ২০২৫

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নরসিংদীতে জামায়াতের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

২৪ এর ছাত্রজনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে এ আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সান্তানপাড়া ফুলেশ্বরী বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলার সাধারন সম্পাদক ও নরসিংদী-২ আসনের জামায়াতের প্রার্থী  উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। ডাংগা ইউনিয়নের ৩ নং ওর্য়াডের সভাপতি আরিফুল হাই জোহার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম সিকদার,ডাংগা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আঃ সালাম ও উপজেলা জামায়াতের কার্য পরিষদের সদস্য মোঃ আল আমিন প্রমূখ।

বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। দেশের বর্তমান সংকট উত্তরণে শহীদদের আদর্শ অনুসরণের ওপর তারা গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দোয়া মাহফিলে শহীদদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

রাজু

×