ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাই, ৩ দিন পর উদ্ধার

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৯:৫৬, ১৪ জুন ২০২৫; আপডেট: ১৯:৫৮, ১৪ জুন ২০২৫

যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাই, ৩ দিন পর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই থেকে ছিনতাই করা একটি প্রাইভেটকার তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ জুন) সীতাকুণ্ডের জোড়ামতল এলাকার একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদর থেকে ভাড়া নিয়ে সীতাকুণ্ডের কুমিরায় কেএসআরএম রয়েল গেইট এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক রাজিব হোসেনকে জিম্মি করে প্রাইভেটকারটি নিয়ে যায়। এ সময় চালক ও যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল-টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, 'প্রাইভেটকার ছিনতাইকারীরা মিরসরাই সদর এলাকা থেকে ভাড়ায় গাড়িটিতে উঠে। মহাসড়কের রয়েল গেট নামক এলাকা থেকে কারটি ছিনতাই করেন তারা। ঘটনার পর ভুক্তভোগী চালক থানায় মামলা করলে পুলিশ সদস্যরা মহাসড়কের রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহ করে।

শনিবার (১৪ জুন) ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

প্রাইভেটকারটির চালক রাজিব জানান, চট্টগ্রাম যাওয়ার কথা বলে এক হাজার ৮০০ টাকায় গাড়িটি ভাড়া করেছিলেন চার যাত্রী। পথিমধ্যে গাড়িতে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থামিয়ে আমাকে সড়কের পাশে ফেলে চলে যায়।

 

রাজু

×