
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে লোকজন নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। এসময় স্থানীয় জনতার হাতে আটক হামলাকারীদের উদ্ধার করতে গেলে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তোলেন উত্তেজিত জনতা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আটক হামলাকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলেদের মধ্যে বাড়ি ভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার বিকালে বড়ভাই মাহাবুর রহমান ভাড়াটে লোকজন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছোটভাই মফিজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় ধারালো রাম দায়ের কোপে মফিজুল ইসলাম (৪০) তার স্ত্রী রেহেনা বেগম (৩৫) ও ভাবি হালিমা বেগম (৫০) গুরুতর আহত হন। চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে প্রেরণ করে।
আপন ভাই ও তার স্ত্রী সন্তানদের উপর ভাড়াটে লোকজন দিয়ে হামলা করার কারণে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন । একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মাহাবুর রহমান সহ ৪ জনকে আটক করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। অবস্থা বেগতিক দেখে অন্য ভাড়াটেরা কৌশলে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা বিভাগ (৯৯৯) থেকে খবর পেয়ে ফুলবাড়ী থানার চারজন পুলিশ অবরুদ্ধদের উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে পুলিশের বিরুদ্ধে হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ উঠে। এসময় জনতার সাথে পুলিশ সদস্যদের বাকবিতন্ডতা হয়। স্থানীয় শত শত জনতা অবরুদ্ধদের উদ্ধারের লিখিত কাগজ ও ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্রের তালিকা চেয়ে পুলিশের সাথে তর্কবিতর্ক করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হামলাকারী অবরুদ্ধদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলেন, মাহাবুর রহমান (৪৫) মারুফ রহমান (২০) বিলকিছ বেগম( ৩৫) মুকুল মিয়া(২০)।
এদিকে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম সহ পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যকে রাতেই কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ঘটনার ব্যাপারে জোর তদন্ত চলছে। ক্লোজড পুলিশ সদস্যরা হলেন, ফুলবাড়ী থানার এসআই আব্দুর রশিদ, এএসআই শামিম, এএসআই শাহানুর ও পুলিশ কনস্টেবল দুলাল চন্দ্র।
ফারুক