ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কোরবানির জন্য প্রস্তুত ‘টাইগার বিষু’

আকতারুজ্জামান নাইম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মান্দা, নওগাঁ

প্রকাশিত: ২১:০৯, ২৫ মে ২০২৫; আপডেট: ২১:১১, ২৫ মে ২০২৫

কোরবানির জন্য প্রস্তুত ‘টাইগার বিষু’

নওগাঁর মান্দায় ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ এর বাড়িতে সখের বসে ৩ বছর ধরে আদরে লালন পালন হয়ে আসছে ফ্রিজিয়ান জাতের গরু টাইগার বিষু। এ যেন এক হাতি পালনের গল্প, তিন বছর আগে মায়ের গর্ভে আসার আনন্দে খাসি জবাই করে পাড়া প্রতিবেশী কে মিক্সড পোলাও করে খাওয়ান আবু ইউসুফ। 

তিনি জানান নিজের সন্তানের মত করে বড় করেছেন টাইগার বিষুকে। তার পরিচর্যার জন্য রয়েছে ২জন রাখাল। প্রাকৃতিক খাবার ছাড়া অন্য কিছু খাওয়ান না বলে জানান তিনি। বর্তমানে টাইগার বিষুর ওজন প্রায় ৩০ মন। দিনে ২৫-৩০ কেজি খাবার খায় টাইগার বিষু, তার খাদ্য তালিকায় রয়েছে, আটা, ভুষি, খুদের ভাত সহ গম, ভুট্টা,ও বুটের সংমিশ্রনে তৈরী খাবার। এছাড়াও প্রচন্ড গরমে গুঁড়ের পানি খাওয়ান বিষুকে। গরুর হাটে নিয়ে গিয়ে বিষুর যাতে কোন কষ্ট না হয়, সেজন্য বাড়িতে রেখেই বিক্রি করতে চান তাকে, খামারী আবু ইউসুফ জানান ৬ লক্ষ টাকায় বিক্রি করার আশা প্রকাশ করি বিষুকে, তবে কিছুটা কম বেশী হতে পারে, এবং যে তাকে কিনবে, তার সাথে বড় হওয়া তোঁতা পুরি জাতের একটি খাসি ফ্রি দিবেন বলে জানান তিনি।

মুমু

×