ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদুল আযহা উপলক্ষ্যে সাটুরিয়ায় ৬৭৬ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

  মো. মাহবুবুর রহমান রানা,  নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৩:২১, ২৫ মে ২০২৫; আপডেট: ১৩:৩৪, ২৫ মে ২০২৫

ঈদুল আযহা উপলক্ষ্যে সাটুরিয়ায় ৬৭৬ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক জনকণ্ঠ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে ৬৭৬ জন দুস্থ নারী-পুরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরি।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা রফিক মল্লিক, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়নুল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বালিয়াটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত সুবিধাভোগীদের মধ্যে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য ও সদস্যগণ ছাড়াও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।


 

হ্যাপী

×