ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

অধিকাংশ ফৌজদারি অপরাধ জমি বিরোধে: লক্ষ্মীপুর ডিসি

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১২:৫৭, ২৫ মে ২০২৫; আপডেট: ১৩:০৩, ২৫ মে ২০২৫

অধিকাংশ ফৌজদারি অপরাধ জমি বিরোধে: লক্ষ্মীপুর ডিসি

ছবি: দৈনিক জনকন্ঠ।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, “দেওয়ানী ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংগঠিত হচ্ছে। বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধে। জমি বিরোধে প্রাণহানিও ঘটছে। এসবের প্রধান কারণ হচ্ছে, মালিকানা কাগজপত্র সঠিক না থাকা এবং যথাযথ ধারণা না থাকা। এজন্য সকল মালিকদের বলবো, জমির কাগজপত্র সঠিকভাবে করবেন ও প্রাথমিক ধারণা রাখবেন।” 

রবিবার (২৫ মে) সকালে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “নিয়মিত ভূমি কর পরিশোধ করতে হবে। এখন অনলাইনে ভূমি করসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। আগের মতো খাজনা পরিশোধ করতে ভূমি অফিসে যেতে হয় না। এজন্য নিজে অনলাইনে ভূমি সেবা নিন, অন্যকেও উৎসাহিত করবেন।” 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মজিবুর রহমান,  হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সোহানা খন্দকারসহ আরও অনেকে। 

উল্লেখ্য, 'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ২১ টি স্টল রয়েছে। যেখানে খাজনা পরিশোধ সহ বিভিন্ন সেবা নিতে পারবে সেবাগ্রহীতারা।

মিরাজ খান

×