ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় কবির জন্মবার্ষিকীতে স্মৃতিধন্য তেওতায় নানা আয়োজন

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ:

প্রকাশিত: ০৮:১৮, ২৫ মে ২০২৫

জাতীয় কবির জন্মবার্ষিকীতে স্মৃতিধন্য তেওতায় নানা আয়োজন

আজ ২৫ মে, রবিবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। মহান কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিপত্নী প্রমীলার জন্মভিটা মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদার বাড়ির আঙিনায় উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালী সন্ধ্যা ও বিশেষ নাটক ‘দামাল ছেলে নজরুল’। এ সকল অনুষ্ঠান ঘিরে আজ রবিবার তেওতা জমিদার বাড়ির আঙিনা মুখরিত হয়ে উঠবে কবি, সাহিত্যিক, শিল্পী ও কবিপ্রেমীদের পদচারণায়। এমনটাই আশা প্রকাশ করেছেন স্থানীয় নজরুল ভক্তরা।

জানা যায়, তেওতা জমিদার বাড়ির পাশেই জাতীয় কবি নজরুল ইসলামের পত্নী প্রমীলার জন্মভিটা। তেওতার জমিদার কিরণ শংকর রায় চৌধুরীর আমন্ত্রণে কবি নজরুল একাধিকবার বেড়াতে এসেছিলেন তেওতার এ বাড়িতে। বিপ্লবী চেতনার অধিকারী কিরণ শংকর রায় চৌধুরী রাজনৈতিক কারণে ও বলিষ্ঠ লিখনীর মাধ্যমে পরিচিতি প্রাপ্ত কবি নজরুলকে খুব স্নেহ ও ভালোবাসতেন। কবিপত্নী প্রমীলার পিতা বসন্ত কুমার সেনগুপ্ত এ জমিদারের অধীনে চাকরি করতেন।

পিতার অকাল মৃত্যুতে মাতা বিধবা গিরিবালা কে সঙ্গে নিয়ে কুমিল্লার কান্দিরপাড়া বড় কাকা জগৎ কুমার সেনগুপ্তর বাড়িতে আশ্রয় নেন প্রমীলা। তাঁর কনিষ্ঠ কাকা ইন্দ্রকুমার সেনগুপ্ত কুমিল্লা কোর্ট ইনস্পেক্টর পদে নিয়োজিত ছিলেন। ইন্দ্রকুমারের পুত্র বিরেন্দ্র কুমার সেনগুপ্তর সাথে কবি নজরুলের গভীর ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই নজরুলের সাথে প্রমীলার পরিচয়।

জমিদারের আমন্ত্রণে শিবালয়ের তেওতায় বেড়াতে এসে কবি গান, কবিতা, ছড়াসহ বহু সাহিত্য রচনা করেন। নজরুলের লেখা ‘ছোট হিটলার’ কবিতায় পুত্র সব্যসাচি (ডাকনাম সানি) ও পুত্র অনিরুদ্ধের (নিনি) জবানিতে তেওতায় ‘ওদের মামার বাড়ি’ এমনটাই উল্লেখ করেছেন। এছাড়া, তিনি অনেক কালজয়ী কবিতা, জনপ্রিয় গান, ছড়া, হামদ-নাত ও সাহিত্য রচনা করেছেন তেওতার এ গাছে বসে।

তদন্তে জানা যায়, ২০০৮ সালে নজরুল-প্রমীলার স্মৃতি বিজরিত তেওতা জমিদার বাড়ি ঘিরে স্থানীয় নজরুল ভক্তরা সাংগঠনিক তৎপরতা শুরু করেন। ‘নজরুল-প্রমীলা ইনস্টিটিউট’ নামে প্রথম সংগঠনের জন্ম হয়। এছাড়া, তেওতা নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী, শিবালয় নজরুল-প্রমীলা সাহিত্য পরিষদ, তেওতা জমিদার বাড়ি কেন্দ্রীয় পাঠাগার, নজরুল পরিষদ কেন্দ্রীয় নামে বিভিন্ন সংগঠন তেওতায় নানা কর্মসূচি পালন করে আসছে।

এর মধ্যে কবি পরিবারের সদস্য, নাতি-নাতনী, পুত্রবধূসহ ভারতের বিভিন্ন কবি-সাহিত্যিক, শিল্পীরাও তেওতা এ জমিদার বাড়িতে আসেন। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নজরুল ইনস্টিটিউট তেওতা জমিদার বাড়ি আঙিনায় জাতীয় নজরুল সম্মেলনের আয়োজন করে। এতে সংস্কৃতি মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব, নজরুল ইনস্টিটিউট মহাপরিচালক, নজরুল গবেষক, শিল্পী-সাহিত্যিকসহ হাজারো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

এই সম্মেলন ঘিরে গণ্যমান্য ব্যক্তিবর্গ তেওতা জমিদার বাড়ির প্রায় ১০ একর এলাকায় নজরুল চর্চা কেন্দ্র, স্মৃতি জাদুঘর, রেস্ট হাউজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব ও প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ জমিদার বাড়ির দখল বুঝে নিয়ে নানা সংস্কার কাজ শুরু করে। জমিদার বাড়ির কাচারী মাঠে বহুতল বিশিষ্ট নবরত্নসহ উত্তর অংশে সংস্কার হলেও বর্তমানে জমিদার বাড়ির বাকি অংশ ধ্বংসের মুখে পড়েছে।

স্থানীয় একাধিক নজরুল সংগঠক ও ভক্তরা কবি নজরুলের স্মৃতি বিজড়িত এ জমিদার বাড়িটিকে রক্ষনাবেক্ষণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জনকণ্ঠকে জানান, জাতীয় কবি নজরুলের স্মৃতিধন্য ও কবিপত্নীর জন্মভিটা তেওতায় কবির ১২৬তম জন্মবার্ষিকী পালনে আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালী সন্ধ্যা সহ রাতে মঞ্চস্থ হবে বিশেষ নাটক ‘দামাল ছেলে নজরুল’। এতে ঢাকার জেনেসিস নামক একটি সংগঠনের স্বনামধন্য শিল্পীরা অংশ নেবেন।

আফরোজা

×