
ছবি: দৈনিক জনকন্ঠ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প উপজেলা সমন্বয়কারী কামরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা (কর্মকর্তা) নুরুল ইসলাম চৌধুরী,৫ নং দক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আয়েত আলী, ভূইয়া প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতে কী ধরনের বিচার করা যাবে এবং গ্রাম আদালতে আবেদন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মিরাজ খান