ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ময়লা-আবর্জনা আর দখলে ভরাট হয়ে গেছে প্রাচীন খাল, খননে অনিয়ম

ফিরোজ মাহমুদ, মিরসরাই (চট্টগ্রাম)

প্রকাশিত: ১৯:২৬, ২৪ মে ২০২৫

ময়লা-আবর্জনা আর দখলে ভরাট হয়ে গেছে প্রাচীন খাল, খননে অনিয়ম

ছবিঃ সংগৃহীত

দেখে ময়লা আবর্জনার ভাগাড় মনে হলেও বাস্তবে এটি একটি খাল। প্লাস্টিক পলিথিন আর বর্জ্যের ছড়াছড়ি তো আছেই। তার উপর অবৈধ দখল আর স্থাপনায় সরু হয়ে গেছে গোবনীয়া খালের আবুতোরাব-মঘাদিয়া খালের অংশ। প্রতিনিয়ত দখলে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। এতে করে খালে পানি প্রবাহ বাঁধা হয়ে দাড়িয়েছে। অন্যদিকে বর্ষা মৌসুমে ডুবছে বিভিন্ন নিচু এলাকা।

অভিযোগ আছে, সরকার আসে সরকার যায় কিন্তু এসব অবৈধ স্থাপনা রয়েই যায়। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে আবার ক্ষমতার পরিবর্তন হলেও অদৃশ্য ইশারায় এসব স্থাপনা থেকে যায়। দিন দিন এসব স্থাপনা আরো বেড়ে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, গত ২ দশকে একাধিকবার এই খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা হয়। কিন্তু শেষ পর্যন্ত এসে তা থমকে যায়।

জানা গেছে, গোভনীয়া খাল একটি প্রাচীণ খাল। গত বছর বন্যায় মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়ন প্রায় পানিতে ডুবে যায়। তার মধ্যে অন্যতম মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন। স্থানীয়রা এসব এলাকা পানিতে ডোবার কারণ হিসেবে দেখছেন খাল ভরাট ও অবৈধ দখলকে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো খননের উদ্যোগ নেয়। তার মধ্যে মায়ানী-মঘাদিয়া খালও খনন কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে এই এলাকায় খাল খনন থমকে যায়। গত ৪ মে উপজেলা কৃষকদল ও সচেতন নাগরিক ফোরামের ব্যানারে খাল খননের অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করে আবুতোরাব বাজারে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয়রা অংশ নেয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ইতোপূর্বে গোভনীয়া, আবুতোরাব-মঘাদিয়া খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। আর কিছু অংশ বাকি আছে। কিন্তু আবুতোরাব বাজার এলাকায় এসে তা অদৃশ্য কারণে থমকে গিয়েছে। এখানে অবৈধ দখলদাররা অবৈধ স্থাপনা এমনভাবো গড়ে তুলেছে যেখানে খননের জন্য একটি ড্রেজার পর্যন্ত প্রবেশের জায়গা নেই। দোকানদাররা বর্জ্য ফেলার ফলে পুরো খাল ভরাট হয়ে গিয়েছে।

উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন বলেন, উপজেলার বড় একটি বাজার আবুতোরাব বাজার যেখান থেকে প্রতিদিন প্রচুর ময়লা আবর্জনা এই খালে ফেলার কারনে দিনকে দিন খাল সংকীর্ন ও ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে বিভিন্ন সময় আমরা দেখেছি কোথাও বন্যা না হলেও আবুতোরাব ও তার আশেপাশে জলাবদ্ধতা তৈরি হয়। এখন বাজারের পূর্বপাশ পর্যন্ত খনন করার পর বাজারের অংশে এই কার্যক্রম বন্ধ করার ফলে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে এটা নিশ্চিত। অন্যদিকে পানি চলাচলের প্রতিবন্ধকতার কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই অবিলম্বে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরন করে খনন কার্যক্রম অব্যাহত থাকুক এটা মায়ানী-মঘাদিয়াবাসীর চাওয়া।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। আবুতোরাব বাজারে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হবে। তারা যদি সরিয়ে না নিয়ে যায় আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন করবো।

ইমরান

×