ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিক মুন্নি সাহা ও সংশ্লিষ্টদের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি

প্রকাশিত: ১৯:২৩, ২৪ মে ২০২৫; আপডেট: ১৯:২৪, ২৪ মে ২০২৫

সাংবাদিক মুন্নি সাহা ও সংশ্লিষ্টদের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি

ছবি: সংগৃহীত

প্রখ্যাত সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনসহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এসব হিসাবে বর্তমানে মোট স্থিতি রয়েছে ১৮ কোটি ১৬ লক্ষ ৫৩ হাজার ৭৩৯ টাকা।

সিআইডি সূত্রে জানা গেছে, সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, এসব অবৈধ অর্থ তাদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধানে নামে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, মুন্নি সাহা, তার স্বামী এবং তাদের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে চালু রয়েছে ৩৫টি হিসাব, যেখানে সন্দেহজনকভাবে প্রায় ১৮৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে।

এই লেনদেনসমূহ সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ৩৫টি হিসাব ফ্রিজ করার আদেশ প্রদান করেন।

সিআইডি জানিয়েছে, মুন্নি সাহা, কবির হোসেন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে তদন্ত চলমান রয়েছে।

আসিফ

×