
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।
২০ মে সদর থানা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আজাদ মণ্ডল ও সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক দলীয় পত্রে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন বলেন, “গোলাম রহমান সুমনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব পক্ষকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককেও এ বিষয়ে অবগত করা হয়েছে।
নুসরাত