ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগঞ্জে ঈদকে সামনে রেখে প্রস্তুত কোরবানির গরু-ছাগলের হাট

শাহে ইমরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার,রামগঞ্জ লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৭:৪৭, ২৩ মে ২০২৫

রামগঞ্জে ঈদকে সামনে রেখে প্রস্তুত কোরবানির গরু-ছাগলের হাট

ছবি: জনকণ্ঠ

কোরবানির আর মাত্র কয়েকদিন বাকি। তাই ঈদ-কে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ক্রেতা বিক্রেতারা। এখন তুলনামূলক কম উঠলে বড় করে প্রস্তুতি নিচ্ছে বিক্রেতারা।

লক্ষ্মীপুরে রামগঞ্জ  উপজেলার সবচেয়ে বড় গরুর হাট সোনাপুর বাজার। সরেজমিনে গিয়ে দেখা যার,দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছে ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি, অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে তেমন ক্রেতা নেই, যারা আসছে তারা বিক্রি করার মতো দাম বলছেন না। হাট ঘুরে দেখা গেছে, ছোট আকৃতির গরু ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি হচ্ছে। হাটে পর্যাপ্ত পরিমাণে গরু দেখা গেছে। যদিও ক্রেতা বিক্রেতা থাকলেও তেমন কোন কেনা বেচা ছিলো না। তবে গতবারের চেয়ে এবার খুব ভালো বেচাকেনা হবে এই আশাবাদী ব্যবসায়ীরা। হাটে বিভিন্ন প্রজাতির গরু-ছাগল ছোট বড় দেখা গেছে।

সাত বছরের ছেলেকে নিয়ে কলোনির মাঠে হাঁটতে এসেছিলেন আমেনা আক্তার। তিনি বলেন, ‘আজ বাচ্চাকে গরু দেখাতে এসেছি। পছন্দও করে যাব। কয়েকটি পছন্দ হয়েছে। পরে পরিবারের বাকিরা এসে দেখে কিনব।

পদ্মা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বলেন, ‘সবে মাত্র গরু এনেছি। হাটের প্রতিটি বাঁশে গরু আছে। সে তুলনায় মানুষ নেই। মানুষ কিনবে শেষের দু’দিন। এখন শুধু দেখবে আর ছবি তুলবে।’

সাব্বির

×