ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

হাটহাজারীতে কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০৭:৪৫, ২৩ মে ২০২৫

হাটহাজারীতে কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠান

হাটহাজারীতে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করেন। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্মার্ট কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসাবে কাজ করে। তাই কৃষিকে পাটনার শিপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। পুষ্টি নির্ভর, উদ্যোক্তা নির্ভর কৃষিই বর্ধিত জনসংখ্যা খাদ্যের চাহিদা পুরন করতে পারবে। নিরাপদ ফসলই মানুষের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। সময়ের প্রয়োজনে উত্তম কৃষি চর্চ্চাই এই কংগ্রেসের উদ্দেশ্য। কৃষিকে লাভ জনক পেশায় পরিণত করতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাসহ  সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে সভায় উল্লেখ করা হয়।

হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে  বৃহস্পতিবার  এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  আল মামুন শিকদার।

পিএফএস কংগ্রেস প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী  কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. সামসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউছার মো. সরোয়ার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ- পরিচালক (শস্য) মো. ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত উপ- পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হাবিবুনেচ্ছা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক (উদ্যান) রঘুনাথ নাগ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বজিৎ চৌধুরী ও হিমাদ্রী শেকর বড়ুয়া।

উপ সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আবছারের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নূপুর বড়ুয়া, শাহিনুর আক্তার, মো. মনির হোসেন, রাশেদুল আলম  জাকির হোসেন মো. শহিদুল্লাহ। এন জি ও প্রতিনিধি যথাক্রমে সুমন চক্রবর্তী ও রিয়াজুল উদ্দিন।

অনুষ্ঠানে  উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের উদ্যোক্তা ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

সজিব

×