
ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন মাস্টার্স ১বর্ষের মো:আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন অনার্স শেষ বর্ষের মনিবুর রহমান মিতু।
বুধবার( ২১ মে ২০২৫) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১ বছরের জন্য ১৩ পদে ১৬ সদস্য বিশিষ্ঠ এই সংসদের ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে বিভাগের সহযোগী অধ্যাপক মো: হান্নান মিয়া নির্বাচিতদের নাম ঘোষণা করেন ।
সহ-সভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস) ছাড়াও অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক মো: পিয়াল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক মুয়াজ, উপ - কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক ইসফাকুন নিসাসহ অন্যান্যরা। এছাড়াও কোষাধ্যক্ষ থাকবেন একজন শিক্ষক।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক কমলেশ চন্দ্র রায় , সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন, হান্নান মিয়া , এ.কে. এম.কাজী সাজ্জাদ হোসেন, প্রভাষক আখের চৌধুরীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
নবনির্বাচিত ভিপি মো:আরমান হোসেন বলেন, আমার ইশতেহারে শিক্ষার্থীদের জন্য আমি ৩টি বিষয়ের কথা বলেছিলাম : একাডেমি ক্যালেন্ডার অনুসারে আমাদের বিভাগের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া, পড়াশোনার বাইরে কো কারিকুলাম গুলো আছে তা সুষ্ঠুভাবে সম্পাদন করা এবং কোন ব্যাচের জট থাকলে তা নিরসনের ব্যবস্থা করা । এছাড়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামের বাজেটের সুষম বন্টন নিশ্চিত করবো বলে আশা করা যায়।
বিভাগের সহযোগী অধ্যাপক মো: হান্নান মিয়া বলেন, বিভাগে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের
শিক্ষার্থী থাকতেই পারে। তবে সবার ঊর্ধ্বে হল তোমার গণিত বিভাগের শিক্ষার্থী। আমাদের
বিভাগের ৬ জন শিক্ষার্থী ইতিমধ্যে বিদেশে পড়াশোনা করতে গেছে। আশা করি নতুন দায়িত্ব
প্রাপ্তরা বিভাগের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করবেন।
আলীম