ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

শরীয়তপুরে জমি বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড, হামলাকারীদের বসতঘরে আগুন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ২১:১৭, ২১ মে ২০২৫; আপডেট: ২১:১৮, ২১ মে ২০২৫

শরীয়তপুরে জমি বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড, হামলাকারীদের বসতঘরে আগুন

শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা খুন হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মোতাইত চর মাইঝারা এলাকার বাসিন্দা। তিনি স্বেচ্ছাসেবক দল কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নিহতের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও সমর্থকরা হামলাকারীদের ২৫টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিনিয়র ফায়ারফাইটার মিল্টন মণ্ডল জানান, ঘটনাস্থলে যাতায়াতের জন্য কোন গাড়ি না থাকার কারণে তারা ৩ কিলোমিটার হেঁটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেটে দুই পক্ষের মুখোমুখি হওয়ার পর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কাশেম আলী খাঁর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটা ও রড-রামদা নিয়ে আবুল কাশেমের ওপর হামলা চালায়। তারা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।” হত্যাকাণ্ডের পর কাশেম আলী খাঁ তার লোকজন নিয়ে গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, “পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

রাজু

×